উৎপাদন খাতে বিদেশী বিনিয়োগে সকল বিধিনিষেধ তুলে নেবে চীন
2024-03-07 19:25:55

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: উৎপাদন খাতে বিদেশী বিনিয়োগে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। সম্প্রতি বেইজিংয়ে ১৪তম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী সভায় সরকারি প্রতিবেদন তুলে ধরার সময় এই প্রতিশ্রুতির কথা  ব্যক্ত করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং । 

সরকারি প্রতিবেদন বলছে, চীন টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যসেবা পরিষেবার মতো খাতগুলোয়  বিধিনিষেধ শিথিল করতে এবং আইন অনুযায়ী নেতিবাচক তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন শিল্পগুলোকে বিদেশী ও দেশীয় বিনিয়োগকারীদের সমান প্রবেশাধিকার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি) এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের চায়না ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের নির্বাহী ভাইস ডিন তং ইউ চীনের উৎপাদন খাতের  গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বিদেশী শিল্পের সঙ্গে চীনের উৎপাদন ক্ষমতার বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি।

তং ইউ বলেন, “আমাদের দ্রুত উৎপাদন শিল্পের রূপান্তর করতে হবে৷পাশাপাশি দেশটির উৎপাদন খাতে আরও বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। এতে করে বিদেশী বাজারের সঙ্গে উৎপাদন ক্ষমতাও আরও বৃদ্ধি পাবে এবং উন্নত ব্যবস্থাপনার অভিজ্ঞতাও হবে বলেও উল্লেখ করেন তিনি।

নাহার/শান্তা