মালবাহী জাহাজে হুথি হামলায় ২ নাবিক নিহত
2024-03-07 14:01:15

মার্চ ৭: ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠি গতকাল (বুধবার) এডেন উপসাগরের একটি মালবাহী জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে জাহাজের অন্তত ২ জন নাবিক প্রাণ হারিয়েছেন। ইয়েমেনের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

কোস্টগার্ড জানায়, বার্বাডোজ পতাকাবাহী একটি মার্কিন কার্গো জাহাজ ওইদিন দুপুরে হুথি সশস্ত্র গোষ্ঠির ক্ষেপণাস্ত্র হামলায় শিকার হয়। জাহাজে মোট ২০ জন নাবিক এবং ৩ জন সশস্ত্র রক্ষী ছিলেন।

হামলায় জাহাজটি গুরুতরভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং জীবিত নাবিকরা লাইফবোট দিয়ে পালিয়ে যান।

এ হামলার দায়িত্ব স্বীকার করে হুথি সশস্ত্র গোষ্ঠির মুখপাত্র ইয়াহিয়া সারায়া বলেন, মার্কিন কোম্পানির ওই মালবাহী জাহাজটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর জাহাজটি আগুনে পুড়ে যায়।

গত অক্টোবরে নতুন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সংঘর্ষ ঘটার পর হুথি সশস্ত্র গোষ্ঠি লোহিত সাগরে বিভিন্ন জাহাজের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী মালবাহী জাহাজের ওপর তাদের হামলায় এই প্রথমবারের মতো নাবিক নিহত হওয়ার ঘটনা ঘটলো। (সুবর্ণা/রহমান/শিশির)