চীন ও ইউরোপ পারস্পরিক কল্যাণের সহযোগিতা চালালে ‘শিবির সংঘাত’ হবে না: ওয়াং ই
2024-03-07 14:24:04

মার্চ ৭: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কূটনীতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীন ও ইউরোপ পারস্পরিক কল্যাণের সহযোগিতা চালালে কোনও ‘শিবির সংঘাত’ হবে না।

তিনি আরও বলেন, যতদিন চীন ও ইউরোপ উন্মুক্ত থাকবে এবং উভয়ের কল্যাণের জন্য কাজ করবে, ততদিন ‘বিশ্বায়ন-বিরোধী’ কোন কিছু বাস্তবায়িত হবে না।

কয়েক বছরের আগে একটি ইউরোপীয় ইউনিয়ন নীতি দলিলে চীনকে একটি অংশীদার, প্রতিযোগী ও প্রাতিষ্ঠানিক প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত করা হয়েছে – একথা উল্লেখ করে ওয়াং ই বলেন, এই বক্তব্য তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; উল্টো এটি চীন-ইইউ সম্পর্কের উন্নয়নে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ ও বাধা।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মূল স্বার্থের মধ্যে কোনও সংঘাত নেই এবং কোন ভূ-কৌশলগত দ্বন্দ্ব নেই। উভয় পক্ষের অভীন্ন স্বার্থ পার্থক্যগুলোকে ছাড়িয়ে যায় – একথা জানিয়ে তিনি বলেন, দুপক্ষের সম্পর্কের সঠিক অবস্থান হলো অংশীদারিত্ব, প্রধানত ধারা হলো সহযোগিতা এবং আসল মূল্যবোধ হলো স্বাধীনতা ও উন্নয়নের সম্ভাবনা।

ওয়াং ই বলেন, একটি শক্তিশালী ইউরোপ চীনের স্থায়ী কল্যাণের জন্য অনুকূল আবার একইভাবে একটি শক্তিশালী চীন ইউরোপের মৌলিক স্বার্থের জন্য অনুকূল। (ছাই/রহমান)