বাংলাদেশে ঐতিহাসিক ৭ মার্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
2024-03-07 14:43:26

ঢাকা, মার্চ ৭, সিএমজি বাংলা: বাংলাদেশে আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ই মার্চ বিশাল গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দি উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মূলত ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনিবার্যতা স্পষ্ট হয়ে পড়ে। এদেশের মানুষ মুক্তিযুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে থাকে। পরে ২৫ মার্চের কালরাতে পাকবাহিনীর নৃশংস গণহত্যার পর ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ।

এদিকে, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ৭টা ১ মিনিটে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি শেখ হাসিনা। তারপর কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২ নম্বর।

দিবসটি উপলক্ষে সরকারি,বেসরকারি ও সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শান্তা/রহমান