মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন নেপালি প্রধানমন্ত্রী
2024-03-07 15:49:06

মার্চ ৭: নেপালে নতুন জোট সরকার প্রতিষ্ঠার দুদিন পর মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। বুধবার চারটি দল থেকে ১৬জনকে মন্ত্রিসভায় নিয়েছেন তিনি।

এদিন নেপালের প্রেসিডেন্ট ভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৩জন উপ-প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার ১৬জন সদস্য শপথ গ্রহণ করেছেন। একই দিন প্রচণ্ড দুদিন আগে শপথ গ্রহণ করা তিনজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস করেন।

প্রেসিডেন্ট ভবনের বিবৃতিতে আরও বলা হয়, প্রচণ্ডের নেতৃত্বাধীন নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির নারায়ণ কাজী শ্রেষ্ঠ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স পার্টির চেয়ারম্যান রবি লামিছনে উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরে এসেছেন।

নেপালের কমিউনিস্ট পার্টি (একীভূত সমাজতান্ত্রিক) হলো বর্তমানে জোট সরকারের আরেকটি শরীক দল। নেপালের মাদবাদী কমিউনিস্ট পার্টির (মাওবাদী কেন্দ্র) মুখপাত্র অগ্নি প্রসাদ সাপকোটা জানান, নতুন জোট সরকার অন্যান্য দলের যোগদান নিয়ে আলোচনা করছে। (প্রেমা/রহমান/ছাই)