অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা মানবজাতির পথযাত্রার সঠিক দিকনির্দেশনা: ওয়াং ই
2024-03-07 15:46:55


মার্চ ৭: মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা হলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পররাষ্ট্র-চেতনার মূল বিষয়, যেটি মানবজাতির পথযাত্রার জন্য এটি সঠিক দিকনির্দেশনা।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের পররাষ্ট্র বিষয়ক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোর পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি থেকে বোঝা যায়, অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা এবং একই নৌকা বাইয়ে চলা এবং সহযোগিতার মাধ্যমে লাভ অর্জন করা হবে চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয় পথ।

চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একটি টেকসই, নিরাপদ, সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিশ্ব গড়তে চায় – সেটা জানিয়ে ওয়াং ই বলেন, এ যাত্রা কঠিন হতে পারে, তবে ভবিষ্যত উজ্জ্বল হবেই।

(রুবি/রহমান/শিশির)