বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান নির্মিত হবে চীনে
2024-03-07 14:47:41

 

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ে(তিব্বত) ২০২৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বুধবার আঞ্চলিক সরকারের চেয়ারম্যান একথা জানিয়েছেন। পার্কটি শুধু বৃহত্তমই নয় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতায় স্থাপিত পার্কও হতে যাচ্ছে। ১৪তম জাতীয় গণকংগ্রেসে সিচাং প্রতিনিধি দলের আলোচনার সময় আঞ্চলিক সরকারের চেয়ারম্যান ইয়ান চিনহাই জানান, ছিংহাই-তিব্বত মালভূমিতে পরিকল্পিত ছাংথাং ন্যাশনাল পার্কের আয়তন হবে ২ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার যা যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েলো স্টোন জাতীয় উদ্যানের আকারের প্রায় ৩৭ গুণ বেশি।

সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত অধিবেশনে ইয়ান বলেন, "একবার প্রতিষ্ঠিত হলে,ছাংথাং জাতীয় উদ্যানটি হবে বিশ্বের সর্বোচ্চ এবং বৃহত্তম জাতীয় উদ্যান’।

তিনি আরও বলেন, সিচাং এমন একটি অঞ্চল যা বিশ্বের সেরা বাস্তুতন্ত্র-পরিবেশ বজায় রেখেছে এবং এই অঞ্চল তার পরিবেশ এবং জীববৈচিত্র্যের সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়।

ইয়ান জানান, এই অঞ্চলের প্রায় ৩৬ শতাংশ জমি প্রাকৃতিক সংরক্ষিত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ইকো-এনভায়রনমেন্টাল কনজারভেশন সবসময় সিচাং-এর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখা হয়েছে।

শান্তা/রহমান