চীনের কূটনৈতিক নীতির প্রশংসায় বিশ্বের ৮০ শতাংশের বেশি উত্তরদাতা
2024-03-07 19:23:33

মার্চ ৭: বিশ্বজুড়ে ৮৫ শতাংশের উত্তরদাতারা চীনের স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতির প্রশংসা করেছেন। যা আরো ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গঠনে সহায়তা করবে বলে তারা মনে করেন। সম্প্রতি সিজিটিএন’র সঙ্গে নিউ এরা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এবং রেনমিন ইউনিভার্সিটির এক যৌথ জরিপ থেকে এ তথ্য জানা।

৩১ হাজার ৯৮০ জনের ওপর চালানো জরিপে অংশ নেন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও জাপানসহ উন্নত দেশগুলো এবং মেক্সিকো, থাইল্যান্ড ও নাইজেরিয়াসহ উন্নয়নশীল দেশগুলোর নাগরিকরা।

মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিট সংক্রান্ত ধারণা, সমস্ত মানবজাতির সাধারণ মূল্যবোধ থেকে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ এবং তিনটি প্রধান বৈশ্বিক উদ্যোগ পর্যন্ত চীন সর্বদা যৌথ নির্মাণ, আলোচনা ও সমন্বিত অর্জনের বৈশ্বিক শাসনের ধারণাকে পোষণ করে এবং সমান ও সুশৃঙ্খল বিশ্বের বহুমুখীতা এবং সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যায়। জরিপে উত্তরদাতাদের ৯১.১ শতাংশ গত দশ বছরে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ দ্বারা অর্জিত ফলাফলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ একটি ‘উন্নয়নের অঞ্চল’ এবং ‘সুখী পথ’ হয়ে উঠেছে, যা বিশ্বকে উপকৃত করছে। উত্তরদাতাদের ৮২.৫ শতাংশের মানুষ বিশ্বাস করেন, ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি সংক্রান্ত ধারণাটি মানবজাতির জন্য একটি ভাল ভবিষ্যত নির্মাণে দীর্ঘস্থায়ী প্রেরণা দিয়েছে এবং মানবজাতির জন্য সঠিক দিক নির্দেশ করেছে। ৮৪.৫ শতাংশের উত্তরদাতা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের মূল ধারণার সাথে একমত হন এবং বিশ্বাস করেন যে, উন্নয়ন হচ্ছে বৈশ্বিক সমস্যা সমাধানের চাবিকাঠি এবং মানুষের সুখ অর্জনের উপায়। ৮৫.৬ শতাংশের উত্তরদাতা বিশ্বাস করেন যে, নিরাপত্তা উন্নয়নের একটি পূর্বশর্ত, সমস্ত দেশের উচিত্ একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই নিরাপত্তার কাঠামো গড়ে তুলতে একসঙ্গে কাজ করা।

লিলি/হাশিম/শিশির।