অগ্নিদগ্ধ শিশুদের পাশে সকলে
2024-03-07 14:50:15

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: আগুনে গুরুতর আহত দুটি শিশুর পাশে দাঁড়িয়েছে বাবা, মা, চারজন খালা, চিকিৎসকরা, স্থানীয় প্রশাসন এবং সমাজের অনেক মানুষ।

চীনের শানতোং প্রদেশের লিনয়ি নামের একটি ছোট শহরের দুটি শিশু সম্প্রতি  নিজের বাড়িতে আগুনে পুড়ে যায়। ঘটনাটি ঘটে রাতের বেলা। শিশু দুটি তাদের ঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে তিনটার দিকে শিশুদের ঘরে আগুন লাগে। মা আগুনের মধ্যেই দ্রুত ঘরে ঢুকে অচেতন শিশুদের বের করে আনেন। তারা আগুনে সৃষ্ট কার্বন মনোঅক্সাইড গ্যাসের ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। শিশুদের বাবা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে থাকেন। মা বাবা দুজনেই আগুনে আহত হন। শিশুদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং পরে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের পরে বেইজিংয়ের বিশেষ হাসপাতালে আনা হয়। অগ্নিদগ্ধ ত্বক অপারেশন বা স্ক্রিন গ্রাফটিংয়ের জন্য ত্বক দান করতে এগিয়ে আসেন শিশুদের মা এবং চারখালা। এই পাঁচ নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পায়। তাদের ‘পাঁচটি সুন্দর ফুল’ নামে অভিহিত করা হয়। সম্প্রতি ৬ বছর বয়সী মেয়ে শিশুটির অপারেশন হয়েছে। ৪ বছর বয়সী ছেলে শিশুটি এখনও কমায় আছে।

স্থানীয় প্রশাসন, সরকার, নেটিজেনরা শিশুদের চিকিৎসায় অর্থ দান করে।

শান্তা/রহমান