আসন্ন নারী দিবস উপলক্ষে চীনের সর্বস্তরের নারীর প্রতি শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট সি
2024-03-07 14:45:03

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে বুধবার এ  উপলক্ষে দেশের সকল জাতিগোষ্ঠীর এবং সমাজের সর্বস্তরের নারীদের দিবসটির শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

বেইজিংয়ে চলমান চাইনিজ পিপলস পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্স  (সিপিপিসিসি) বা চীনা জনগণের রাজনৈতিক পরামর্শক সম্মেলনের ১৪তম জাতীয় কমিটির অধিবেশনে যারা যোগ দিচ্ছেন তাদের বক্তব্য শোনেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি। সেসময় তিনি নারীদের এ অভিনন্দন জানান।

সি চিনপিং বলেন, "চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আমি 'দুই অধিবেশনে' অংশগ্রহণকারী নারী ডেপুটি, নারী  কমিটির সদস্য এবং নারী কর্মী সদস্যদের, সমস্ত জাতিগোষ্ঠীর নারীদের এবং সমস্ত স্তরের নারীদেরকে উত্সব অভিনন্দন ও শুভেচ্ছা জানাই৷ চীনের সকল স্তরের, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং তাইওয়ান অঞ্চলের নারী স্বদেশী এবং বিদেশে থাকা চীনা নারীদের জন্য শুভকামনা। আমি আশা করি সমস্ত নারী 'অর্ধেক আকাশ' হিসাবে ভূমিকা পালন করতে পারে এবং চীনা জাতির এগিয়ে যাওয়ায় অবদান রাখতে পারে এবং দৃঢ় চেতনায় চীনের আধুনিকীকরণকে এগিয়ে নিয়ে যেতে পারে।’  

শান্তা/রহমান