চীন-ইউরোপ (সিআন) রেলের স্থায়ী চলাচল শুরু
2024-03-07 19:36:54

মার্চ ৭: ট্রেনের হুইসেলের সঙ্গে সঙ্গে চীন-ইউরোপ (হ্যানয়, ভিয়েতনাম-সিআন, চীন- বুদাপেস্ট, হাঙ্গেরি) আন্তঃসীমান্ত রেল সিআন আন্তর্জতাকি স্টেশন থেকে আজ (বৃহস্পতিবার) যাত্রা করেছে। এর মাধ্যমে এ রেলপথে স্থায়ী চলাচল শুরু হল।

এ রুট প্রথম পর্যায়ে পরিক্ষামূলকভাবে চালু হবার পর এ পর্যন্ত পণ্য সরবরাহ স্থিতিশীল ছিল। এটি উচ্চ মানের ‘ব্যাল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের যৌথ নির্মাণে শাক্তিশালি চালিকাশক্তি হয়েছে।

২০২৪ সালের ৬ মার্চ পর্যন্ত চীন-ইউরোপ রেলপথে (সিআন)  মোট ৭৫২টি ট্রেন চলেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৭ শতাংশ বেশি।

(শিশির/হাশিম/লিলি)