চীনে চলছে জনগণের মিলনমেলা
2024-03-07 14:49:26

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাজধানী বেইজিং এখন পরিণত হয়েছে মানুষের এক মিলনমেলায়। বেইজিংয়ের মহাগণভবন বা গ্রেট হল অব পিপলে চলছে দুই অধিবেশন।

১৪তম জাতীয় গণকংগ্রেস (এনপিসি) এবং চাইনিজ পিপলস পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্স  (সিপিপিসিসি) বা চীনা জনগণের রাজনৈতিক পরামর্শক সম্মেলন।

১৪তম জাতীয় গণকংগ্রেসে যোগ দিতে বিশাল দেশের সব প্রদেশ, অঞ্চল, বিশেষ প্রশাসনিক এলাকা থেকে এসছেন ডেপুটিরা। এরা গণপ্রতিনিধি। চীনের বিভিন্ন স্থানের, বিভিন্ন জাতির ও বিভিন্ন খাতের প্রায় ৩ হাজার জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।

বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অনেকেই এসেছেন নিজ নিজ জাতির ঐতিহ্যবাহী পোশাক পরে। এসেছেন বিদেশি সাংবাদিকরাও। ফলে এখন বেইজিংয়ের মহাগণভবন ও থিয়েন আনমেন চত্বর পরিণত হয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলনমেলায়।

শান্তা/রহমান