যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির নিকি হ্যালি
2024-03-07 17:21:04

মার্চ ৭: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান পার্টির নিকি হ্যালি।

গতকাল (বুধবার) সকালে নিজ রাজ্য সাউথ ক্যারোলিনায় এ সিদ্ধান্ত ঘোষণা করেন হ্যালি, যিনি একসময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই রিপাবলিকান পার্টির সম্ভাব্য মূল প্রেসিডেন্ট প্রার্থীতে পরিণত হয়েছেন।

আবারও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নিকি হ্যালি। তবে তাঁকে সরাসরি সমর্থন করেননি তিনি। হ্যালি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ অর্থনীতিকে ধ্বংস করবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে পার্থক্যের দ্বারা বিচ্ছিন্ন হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ‘সুপার টুইসডে’ প্রাইমারি নির্বাচনে ব্যর্থ হওয়ায় নিকি হ্যালিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এক ডজন অঙ্গরাজ্য ও অঞ্চলে গত মঙ্গলবার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ‘সুপার টুইসডে’ নামের প্রাইমারি অনুষ্ঠিত হয়। রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৫টির রাজ্যের ভোট অর্জন করেন। তিনি কেবল আমেরিকান সামোয়ার ভোট হারান।

যুক্তরাষ্ট্রের মিডিয়া বিশ্বাস করে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আবার মোকাবিলা হওয়ার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৪০ শতাংশের বেশি মার্কিন ভোটার জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনায় ‘হতাশ’বোধ করছেন।

প্রাইমারি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

(অনুপমা/রহমান)