চীন জুড়ে কৃষিকাজে ব্যস্ত কৃষক
2024-03-07 14:42:24

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন জুড়ে এখন চলছে বসন্তকালীন কৃষিকাজ। মাঠে মাঠে এখন ব্যস্ত কৃষক। এখন কোথাও চলছে জমি চষার কাজ, কোথাও বা বীজ বপন ও চারা রোপনের কাজ। চীনের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী পদ্ধতির সমন্বয়ে চলছে কাজ।

দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের মংহাই কাউন্টিতে ধানের চারা রোপন করা হচ্ছে। হুনান প্রদেশে চলছে কৃষিজমি তৈরির কাজ। সিছুয়ান প্রদেশের কুয়াংআন সিটির মাঠে কৃষকরা কাজ করছেন। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশে কৃষকরা এখন জমি চষার কাজে ব্যস্ত। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আধুনিক মেশিন।

শানতোং প্রদেশে এখন কৃষিকাজ এগিয়ে চলছে পুরো গতিতে। এখানে মাঠে কীটনাশক ছিটানো হচ্ছে ড্রোনের সাহায্যে।

হাইনান প্রদেশের কৃষকরা ব্যস্ত ফসলের মাঠে।

শান্তা/রহমান