এশিয়ায় শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি এখনও কার্যকর: ওয়াং ই
2024-03-07 15:41:12

ফেব্রয়ারি ৭: চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন আজ (বৃহস্পতিবার) কূটনীতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, প্রতিবেশীর সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতে হলে পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট উদ্বেগকে সম্মান করতে হবে। সংলাপের মাধ্যমে মতভেদ সমাধান করে চীন একসাথে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে।

চলতি বছর শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি প্রকাশের ৭০তম বার্ষিকী। এ নীতি এশিয়ায় জন্ম হয় এবং সামাজিক ব্যবস্থা ও ভাবাদর্শের পার্থক্য অতিক্রম করে আন্তজাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি হয়। এটি দেশগুলোর মধ্যে সম্পর্কের পরিচালনার জন্য প্রাচ্যের বুদ্ধি প্রদান করে।

৭০ বছর পরেও শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি সেকেলে হয়নি উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্যী বলেন, বরং এখনও এর কার্যকারিতা প্রমাণিত হচ্ছে।  প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি প্রচারণা এবং এশিয়ায় মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গড়ে তুলতে, বিশ্ব শান্তিতে অবদান রাখতে, এশিয়াকে চালিকাশক্তি প্রদান করতে চীন ইচ্ছুক বলে জানিয়েছেন ওয়াং ই।

(শিশির/হাশিম/লিলি)