চীন-রাশিয়া সম্পর্ক রক্ষা করা বিশ্বের উন্নয়ন-ধারার সঙ্গে সংগতিপূর্ণ: ওয়াং ই
2024-03-07 15:47:27


মার্চ ৭: চীন-রাশিয়া সম্পর্ক রক্ষা করা বিশ্বের উন্নয়ন-ধারার সঙ্গে সংগতিপূর্ণ। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের পররাষ্ট্র বিষয়ক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

চীন-রাশিয়া সম্পর্ক বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদেশের শীর্ষ নেতাদের কৌশলগত নেতৃত্বে নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সমন্বিত ও অংশীদারিত্বের সম্পর্ক উচ্চ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, দুদেশ স্নায়ুযুদ্ধের সময়ে বড় দেশের সম্পর্ক থেকে সম্পূর্ণ আলাদা ও নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় এবং জোট প্রতিষ্ঠা না করা, বৈরি না হওয়া এবং কোনও তৃতীয় পক্ষের পরিপন্থী না হওয়ার নীতিতে দীর্ঘকালীন সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও বন্ধুত্ব প্রতিষ্ঠা এবং সার্বিক কৌশলগত সমন্বয় গভীর করায় অটল থাকবে।

চলতি বছর চীন-রাশিয়া সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী – একথা জানিয়ে ওয়াং ই বলেন, দুদেশ যৌথভাবে চীন-রাশিয়া সাংস্কৃতিক বর্ষ আয়োজন করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অগ্রগতির সুযোগ সৃষ্ট হবে। চীন রাশিয়ার সঙ্গে সহযোগিতার নতুন চালিকাশক্তি তৈরি এবং বন্ধুত্বের ভিত্তি সুসংবদ্ধ করতে ইচ্ছুক বলেও জানান তিনি।

(রুবি/রহমান/শিশির)