‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শুরু
2024-03-07 15:43:27

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের ১৫টিরও অধিক দেশের ৪১০টি কম্পানির অংশগ্রহণে পোশাক খাতের দুই আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফেব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘২১তম  ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো- ২০২৪ উইনটার অ্যাডিশন’। একইসঙ্গে বিশ্বব্যাপী ডেনিম, জিন্স এবং আনুষাঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম ও পোশাক শিল্পের ওপর ‘ষষ্ঠ ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০২৪’ প্রদর্শনী শুরু হয়।

চারদিনব্যাপী প্রদর্শনীটি বুধবার শুরু হয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস- গ্লোবাল ইউএসএ) এবং চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথ আয়োজনে এই দুটি প্রদর্শনী শুরু হয়েছে।

প্রদর্শনী দুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কমার্শিয়াল কনসু্যলেট সং ইয়াং ও সেক্রেটারি লি জিসেন ছাড়াও আরও অনেকেই। 

এতে ৫৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৪১০টি কম্পানি অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে অংশ নিয়েছে চীনা কম্পানি হাংচৌ ব্রোটেক্স টেক্সটাইল কম্পানি লিমিটেড। কম্পানিটি নিট ফেব্রিক এবং ওভেন ফেব্রিকের পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন।

প্রদর্শনীটি আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রদর্শনীটি চালু থাকবে।

নাহার/শান্তা