জাতিসংঘের ভূমিকা দুর্বল নয়, শক্তিশালী করতে হবে: ওয়াং ই
2024-03-07 18:28:29

মার্চ ৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সংকট ও চ্যালেঞ্জ আমাদেরকে বারবার সতর্ক করেছে যে, জাতিসংঘের ভূমিকা দুর্বল নয়, শক্তিশালী করতে হবে; বিশ্বসংস্থার মর্যাদাহানি নয়, রক্ষা করতে হবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত কূটনীতি-বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, ভবিষ্যতে শীর্ষসম্মেলন আয়োজন করে বিভিন্ন পক্ষের সমঝোতার মাধ্যমে ‘ভবিষ্যত চুক্তিতে’ পৌঁছাতে জাতিসংঘকে সমর্থন করবে চীন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জাতিসংঘের উন্নয়নকে সমর্থন করবে চীন– একথা উল্লেখ করে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনকে ভিত্তি করে, ন্যায্যতার উদ্দেশ্য গ্রহণ করে, জয়-জয় লক্ষ্য হিসেবে প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করার চেষ্টা করবে তার দেশ।

(তুহিনা/হাশিম/শিশির)