বৈশ্বিক উৎপাদন সূচক পুনরুদ্ধার অব্যাহত আছে
2024-03-06 18:28:00

মার্চ ০৬, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী উৎপাদন খাতের পুনরুদ্ধার অব্যাহত ছিল ফেব্রুয়ারিতেও। চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং (সিএফএলপি)-এর প্রকাশিত সূচকে জানা গেল এ তথ্য।

বুধবার প্রকাশিত ওই সূচকে দেখা গেছে, বিশ্বের উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স  ফেব্রুয়ারিতে ৪৯ দশমিক ১-এ দাঁড়িয়েছে, সিএফএলপি এক বিবৃতিতে বলেছে, গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে সূচকটি গড়ে ৪৭ দশমিক ৯ শতাংশে নেমে আসার পর গত দুই মাস ধরে ৪৯-এর ঘরে আছে। যা বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিস্থাপকতা গড়ে তোলার জন্য বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত।

প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ায় উৎপাদন কার্যক্রমে ফেব্রুয়ারির সূচক ছিল ৫০ দশমিক ৩ শতাংশ। এশিয়ার এ সূচক টানা দ্বিতীয় মাস ৫০ শতাংশের বেশি ছিল। ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায় এ সূচক ছিল ৫০ শতাংশের নিচে। সূচক ৫০-পয়েন্টের কম থাকা মানে প্রবৃদ্ধির চেয়ে সংকোচন বেশি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি