রেনআই রিফসহ নানশা দ্বীপপুঞ্জের ওপর চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে: চীনা মুখপাত্র
2024-03-06 19:02:49

মার্চ ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, রেনআই রিফ চীনের নানশা দ্বীপপুঞ্জের একটি অবিচ্ছেদ্য অংশ। এই দ্বীপপুঞ্জ এবং এর কাছাকাছি সামুদ্রিক অঞ্চলের উপর চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদী ঐতিহাসিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত এবং নির্ধারিত হয়েছে, যা জাতিসংঘের সনদসহ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মুখপাত্র উল্লেখ করেন।

লিলি/হাশিম/শিশির।