বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগিতে চীনের সংকল্প পরিবর্তন হবে না: মুখপাত্র
2024-03-06 19:48:52


মার্চ ৬: চীনের উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ ও বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করার সংকল্প পরিবর্তন হবে না। চীন উন্মুক্ততার ধারণা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কল্যাণমূলক সহযোগিতা জোরদার করবে এবং অভিন্ন উন্নয়ন অর্জন করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বেইজিংয়ে দুই অধিবেশনের গতকালের (মঙ্গলবার) সম্মেলন শেষে অনেক বিদেশি রাষ্ট্রদূত সাক্ষাত্কারে বলেন, চীনের উন্মুক্তকরণ নীতিকে তারা অত্যন্ত গুরুত্ব দেন এবং বিশ্বাস করেন দেশটির উচ্চমানের উন্নয়ন ও উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণ বিশ্বকে উপকৃত করবে।

এ বিষয়ে মন্তব্য করে  মাও নিং বলেন, দুই অধিবেশন শুধু চীনের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, এটি বিদেশিদের চীনকে পর্যবেক্ষণ ও বোঝার একটি গুরুত্বপূর্ণ জানালা।

তিনি উল্লেখ করেন, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণীতে বলেছেন, চীন উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে, কল্যাণমূলক সহযোগিতা এগিয়ে নেবে। এতে অন্তর্ভুক্ত হয়েছে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ব্যবস্থা নেওয়া, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক তালিকা হ্রাস করা, বিদেশিদের চীনে কাজ, অধ্যয়ন ও ভ্রমণের জন্য আরও বেশি সুবিধা দেওয়া, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা গভীরতর করা, আরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে অবাধ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করা ইত্যাদি পদক্ষেপ।

 (তুহিনা/হাশিম/শিশির)