দক্ষিণ সুদানের রাজনৈতিক প্রক্রিয়ায় গঠনমূলক সমর্থন দেওয়ার আহ্বান জানায় চীন
2024-03-06 14:20:14

মার্চ ৬: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনা শার্জ ডি অ্যাফেয়ার্স তাই পিং নিরাপত্তা পরিষদে দক্ষিণ সুদান ইস্যু নিয়ে কথা বলেন। তিনি আন্তর্জাতিক সমাজকে দক্ষিণ সুদানের রাজনৈতিক প্রক্রিয়ায় গঠনমূলক সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন; যাতে দক্ষিণ সুদানের নিরাপত্তা উন্নয়নে বাস্তব সহায়তা দেওয়া যায়।

তাই পিং বলেন, দক্ষিণ সুদান কর্তৃপক্ষ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে, নির্বাচন কমিটি ও সংবিধান পর্যালোচনা কমিটির গঠনে চেষ্টা করছে। দক্ষিণ সুদানের বিভিন্ন পক্ষকে রাজনৈতিক অন্তবর্তীকাল ও দেশের সুষ্ঠু নির্বাচনে সুযোগ সুবিধা দেওয়ার আশা করে চীন। তবে, জাতীয় নির্বাচন দক্ষিণ সুদানের অভ্যন্তরীণ কাজ এবং নির্বাচনের প্রস্তুতিতে আরো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তাই আন্তর্জাতিক সমাজের ধৈর্য্য প্রয়োজন, দেশের অভ্যন্তরীণ ইস্যুর ওপর চাপ এড়াতে হবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সমাজ ও দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দল স্থানীয় সরকারের নিরাপত্তা ক্ষমতার উন্নয়ন ও বেসামরিক নাগরিকদের স্বার্থ সংরক্ষণে সমর্থন দেওয়া জরুরি। অস্ত্র নিষেধাজ্ঞা দীর্ঘকাল ধরে দক্ষিণ সুদানের নিরাপত্তা ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই নিরাপত্তা পরিষদের উচিত দক্ষিণ সুদানের ওপর নিষেধাজ্ঞা বাতিল করা এবং আন্তর্জাতিক সমাজের উচিত দক্ষিণ সুদানের মানবিক সংকট মোকাবিলায় সহায়তা দেওয়া; যাতে যৌথভাবে এতদাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।(সুবর্ণা/তৌহিদ/শিশির)