সুবিধা কাজে লাগানোর ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিলেন চীনা প্রধানমন্ত্রী
2024-03-06 14:29:20

মার্চ ৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) বিকেলে ইউননান প্রতিনিধিদের সঙ্গে সরকারি কার্যবিবরণী পর্যালোচনা করেছেন। সু ইয়োং ছুং, স্যু আন ছে ও লি ওয়েন হুইসহ বেশ কয়েকজন প্রতিনিধি তাতে ভাষণ দিয়েছেন।

প্রতিনিধিদের বক্তৃতা শোনার পর লি ছিয়াং বলেন, গত এক বছরে চরম কঠিন আন্তর্জাতিক পরিবেশ ও ভারী সংস্কারের কর্তব্যের মুখে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি বাইরের চাপে নত না হয়ে অভ্যন্তরীণ কঠিনতা কাটিয়ে উঠেছে। যার ফলে পুরো বছর সমাজতান্ত্রিক আধুনিকায়ন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। গুণগত মানসম্পন্ন উন্নয়ন বেগবান হয়েছে। সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা হয়েছে। সবার উচিত ‘দুটি নিশ্চয়তার’ নির্ণায়ক তাত্পর্য সম্পর্কে সচেতন হওয়া এবং সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চেতনার মধ্য দিয়ে নিজেকে জাগ্রত করা। যাতে চীনের বেশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী দেশ প্রতিষ্ঠা এবং জাতির পুনরুত্থানের কাজ এগিয়ে নেওয়া যায়।

লি ছিয়াং আরও বলেন, ইউননান প্রদেশের উন্নয়নে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বড় আকাঙ্ক্ষা রয়েছে। ইউননান প্রদেশের উচিত নিজের সুবিধা বৃদ্ধি করে নিজস্ব রূপান্তর দ্রুততর করা এবং দেশের আঞ্চলিক উন্নয়নের সঙ্গে মিলিয়ে গুণগত মানসম্পন্ন উন্নয়নে আরও বড় সাফল্য অর্জন করা।

 (রুবি/তৌহিদ/শিশির)