শাংহাইয়ের হাত ধরে এগোচ্ছে চীনের এআই বাজার
2024-03-06 18:26:34

মার্চ ০৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই খাতে নেতৃত্ব দিচ্ছে শাংহাইয়ের চাংচিয়াং দ্বীপ। ৯টি ফুটবল মাঠের সমান এই দ্বীপে চীনা ও বিদেশিসহ আছে ১০০টিরও বেশি এআই কম্পানি। যার মধ্যে আছে মাইক্রোসফট, আইবিএম ও আলিবাবার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও।

দ্বীপটিতে চীনের ফাইভি জি নেটওয়ার্কের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। বড় প্রতিষ্ঠানগুলো সেখানে প্রদর্শন করছে তাদের অত্যাধুনিক সব এআই প্রযুক্তি। সেইসঙ্গে দ্বীপের কর্তৃপক্ষও এআই নির্ভর হাইটেক স্টার্টআপ তৈরিতে চালিয়ে যাচ্ছে কাজ।

চাংচিয়াং দ্বীপ কর্তৃপক্ষ একটি শিল্পগুচ্ছ সহযোগিতা মডেল তৈরিতেও কাজ করে যাচ্ছে। যা সামগ্রিকভাবে চীনের এই খাতের উন্নয়নকে অনেকাংশে জোরদার করেছে। এখানে এআই কম্পানির সংখ্যা গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে, যাদের উৎপাদনের বাজারমূল্য বেড়েছে তিনগুণ।

আগামী বছরের মধ্যে, শহরটি ১০টিরও বেশি শিল্পগুচ্ছ তৈরির পরিকল্পনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এ সমন্বিত উদ্যোগের বাজারমূল্য হবে এক হাজার কোটি ইউয়ান (প্রায় ১৪ কোটি ডলার)।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি