স্মার্ট প্রযুক্তিতে বেড়েছে ঐতিহ্যবাহী খেলনা উৎপাদন
2024-03-06 19:04:11

মার্চ ০৬, সিএমজি বাংলা ডেস্ক: শিশুদের বিভিন্ন খেলনা সামগ্রী উৎপাদনের রাজধানী হিসেবে পরিচিত চীনের কুয়াংতোং প্রদেশের তোংকুয়ান শহর। দেশটির মোট খেলনা রপ্তানির এক-পঞ্চমাংশ উৎপাদন হয় এ শহরে।

তোংকুয়ান শহরটির খেলনার কারখানাগুলা গ্রেটার বে এরিয়ার সর্বপ্রথম চতুর্থ প্রজন্মের সার্টিফাইড শিল্পের খেতাব অর্জন করেছে। ঐতিহ্যবাহী এ সেক্টরটি শহরটিকে একটি স্মার্ট ভবিষ্যতের দিকেও নিয়ে যাচ্ছে।

দেশীয় ও বিশ্ব বাজারের জন্য খেলনা তৈরি করে তোংকুয়ানের শিং হিং প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং লিমিটেড কম্পানি। এ কম্পানিটি খেলনা তৈরি জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। এর মধ্যে অন্যতম হলো কাঁচামাল থেকে খেলনার গঠন দেওয়ার জন্য রোবটিক বাহু এবং একটি সেন্সর।

আট বছর আগে কম্পানির সিইও ক্যালভিন উ তার বাবার পুরনো কারখানাটিকে ডিজিটাল কারখানায় রূপান্তর করেন।

বর্তমানে ক্যালভিন এবং তার কর্মীবাহিনী কারখানার সমস্ত রিয়েল-টাইম ডেটা তাদের নখদর্পণে রাখেন। ইন্টারনেট অব থিংসের মাধ্যমে কোনও ধরনের বিলম্ব ছাড়াই উৎপাদন পরিচালনা, ব্যবস্থাপনা ব্যয় হ্রাস এবং উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশ। ক্যালভিন মনে করেন মানুষ এবং মেশিনের মধ্যে বিরামহীন সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “খেলনা প্রস্তুতকারক হিসেবে আমাদের চ্যালেঞ্জ হলো অপেক্ষাকৃত ছোট ধরণের পণ্য সরবরাহ করা। সম্পূর্ণ অটোমেশন আমাদের জন্য খুব ব্যয়বহুল হতে পারে, কিন্তু একটি হাইব্রিড পদ্ধতি আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

শূকর থেকে শুরু করে ডাইনোসরসহ সব ধরনের খেলনা স্মার্ট এ কারখানায় নির্ভুলভাবে তৈরি করা হচ্ছে।

শুভ/ফয়সল