কাজ শুরু করেছে চীনের নতুন আবহাওয়া স্যাটেলাইট
2024-03-06 15:33:04

মার্চ ০৬, সিএমজি বাংলা ডেস্ক: কাজ শুরু করেছে চীনের আবহাওয়া স্যাটেলাইট ফেংইয়ুন-৪বি। মঙ্গলবার স্যাটেলাইটটি তার পর্যবেক্ষণ উপাত্ত পাঠাতে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা স্যাটেলাইটটির গ্রাহকরাও এর তথ্যসেবা পেতে শুরু করেছেন। বুধবার এ খবর জানিয়েছে চীনের জাতীয় স্যাটেলাইট আবহাওয়া কেন্দ্র।

কক্ষপথে অবস্থান নির্ধারণ এবং পরীক্ষামূলক সম্প্রচারে ফেংইয়ুন-৪বির লেগেছে একমাস। এরপরই ১২৯টি দেশ ও অঞ্চলে এটি বিভিন্ন ধরনের তথ্য সম্প্রচার করতে শুরু করে।

এর আগে একই উদ্দেশ্যে পাঠানো ফেংইয়ুন-৪এ’র চেয়েও নতুন স্যাটেলাইটটির স্থান সংক্রান্ত গণনা, রেজুলেশন এবং পর্যবেক্ষণ উপাত্ত আরও নিখুঁত বলে জানিয়েছে স্যাটেলাইট আবহাওয়া কেন্দ্র।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি