চীনা অর্থনীতির কীওয়ার্ড থেকে আত্মবিশ্বাস ও সুযোগ দেখেছেন আন্তর্জাতিক ব্যক্তিরা
2024-03-06 18:32:36

মার্চ ৬: চীনের অর্থনীতির গতিপ্রকৃতি বুঝতে আন্তর্জাতিক সমাজ দেশটির দুই অধিবেশনের (এনপিসি ও সিপিপিসিসি) পরিকল্পনার ওপর খুব মনোযোগ দেয়। আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্টজনরা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন, নতুন মানের উত্পাদন শক্তি, ইত্যাদি কীওয়ার্ড থেকে অর্থনৈতিক ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সুযোগ দেখেছেন।

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও বলেন, চীন উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করেছে, জনগণের জীবনযাত্রার মান ক্রমাগত উন্নত হচ্ছে। এর প্রধান কারণ হল চীনা প্রেসিডেন্ট সি চিন পিং উন্নয়নের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট করেছেন, চীনের জন্য উপযোগী উন্নয়ন পথ নির্দেশ করেছেন এবং সব চীনা জনগণ এ জন্য যৌথ প্রচেষ্টা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের কুহন ফাউন্ডেশনের চেয়ারম্যান রবার্ট লরেন্স কুহন বলেন, চীন অর্থনীতির আকারের চেয়ে অর্থনীতির মানোন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। চলতি বছরের দুই অধিবেশনে ‘নতুন মানের উত্পাদন শক্তি’ এই নতুন ধারণা উল্লেখ করা হয়েছে। তিনি মনে করেন, নতুন মানের উত্পাদন শক্তি উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেবে, যা চীনের আধুনিকায়নের জন্য সহায়ক হবে।

দক্ষিণ আফ্রিকার ফোর্ট গুড হোপের জাতীয় জাদুঘরের পরিচালক কেভিন বলেন, চীন কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়ন করছে। এ থেকে শুধু চীন উপকৃত হবে না, বিশ্বের অন্যান্য দেশ এই প্রযুক্তিগত পরিবর্তন থেকে উপকৃত হবে।

গ্রিক ইউরোপীয় ও বৈদেশিক নীতি ফাউন্ডেশনের সিনিয়র গবেষক জর্জ জোগোপুলস বলেন, দুই অধিবেশন চীনের রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা, এতে বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। তিনি চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন কীভাবে আধুনিকায়ন ও উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নিতে পারে সি বিষয়ে বেশ মনোযোগ দেন। কারণ চীন যত উন্নত হবে, বিশ্ব তত ভালো হবে। চীন বিশ্বের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন প্রাণশক্তি যোগাবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

(তুহিনা/হাশিম/শিশির)