গাজায় যুদ্ধবিরতির জন্য পুনরায় আহ্বান জানালো চীন
2024-03-06 15:31:45

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে মঙ্গলবার চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গাজায় যুদ্ধবিরতির জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন বাধায় হতাশা প্রকাশ করেন এবং ইসরায়েলকে দ্বি-রাষ্ট্র সমাধানকে অসম্মান করা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।


কেং শুয়াং জোর দিয়ে বলেন,  যে গাজা সংঘাত শুরুর পরে গত পাঁচ মাসে নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বানকে চতুর্থবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র জোর করে অবরুদ্ধ করেছে, যা চীন অত্যন্ত হতাশাজনক বলে মনে করেছে।

তিনি বলেন, "নিরাপত্তা পরিষদের ভোটের ফলাফল স্পষ্টভাবে দেখায় যে গাজায় যুদ্ধবিরতির দাবির ইস্যুতে, পরিষদের সিংহভাগ সদস্য একমত। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ঐকমত্যকে স্তব্ধ করার জন্য তার ভেটো ক্ষমতার অপব্যবহার করেছে যা নিরাপত্তা পরিষদের, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করছে।”

তিনি বলেন, রমজান যতই ঘনিয়ে আসছে, গাজার জনগণের বেঁচে থাকার আশা রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোর দিতে হবে এবং সবচেয়ে দৃঢ়তা এবং রাজনৈতিক সংকল্পের সাথে সংঘাতের অবসান ঘটাতে হবে।

কেং বলেন, চীন ইসরায়েলকে অবিলম্বে পথ পরিবর্তন করার, রাফাহ-এর বিরুদ্ধে তার আক্রমণাত্মক পরিকল্পনা বাতিল, গাজায় সামরিক হামলা বন্ধ করার এবং ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তর এবং যৌথ শাস্তি বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

কেং জোর দিয়ে বলেন যে ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের একমাত্র কার্যকর উপায় হল দ্বি-রাষ্ট্র সমাধান।

শান্তা / রহমান