নতুন ঠিকানায় ২০টি মিলু হরিণ
2024-03-06 15:34:15

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার  উলান সুহাই লেক সংলগ্ন জলাভূমি পার্কে সম্প্রতি নতুন ঠিকানা পেয়েছে ২০টি মিলু হরিণ। এর মাধ্যমে এই পার্ক ও গবেষণা কেন্দ্রে বিরল প্রজাতির এই হরিণের কৃত্রিম প্রজনন, সংখ্যা বৃদ্ধি ও সংরক্ষণের কার্যক্রম শুরু হলো।

উলান সুহাই লেক উলিয়াংসু লেক নামেও পরিচিত। এটি হোয়াং হো বা হলুদ নদী অববাহিকা অঞ্চলে সবচেয়ে বড় জলাভূমি । এই জলাভূমি অরণ্য জল নিয়ন্ত্রণ, জল বিশুদ্ধকরণ এবং বন্যা প্রতিরোধের মতো কাজ করে৷ বেইজিং এবং থিয়েনচিন শহরে বালির ঝড়ের উৎস নিয়ন্ত্রণ করার জন্য এটি একটি প্রাকৃতিক পরিবেশগত বাধা।

উলিয়াংসু জলাভূমিতে মিলু হরিণের বাসস্থানের জন্য উপযুক্ত প্রচুর জল এবং ঘাস সম্পদসহ একটি বাস্তুগত পরিবেশ রয়েছে। বায়ান্নুর শহরের উইয়াড জাতীয় প্রকৃতি সংরক্ষণ প্রশাসনের পরিচালক ছেন ফেং বলেছেন, একটি সম্পূর্ণ জলাভূমি ইকোসিস্টেম কাঠামো প্রতিষ্ঠা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবহারের প্রচারের জন্য প্রকল্পটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রকল্পটি মিলু হরিণ পরিদর্শন এবং প্রদর্শনী এলাকা, বসবাসের এলাকা এবং মুক্ত-পরিসরের প্রজনন এলাকা তৈরি করার পাশাপাশি মিলু হরিণ ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক গবেষণা, উদ্ধার এবং অন্যান্য পরিষেবা সুবিধা স্থাপনের পরিকল্পনা করেছে।

মিলু হরিণের অন্য নাম পিয়েরে ডেভিড’স ডিয়ার। চীন এর আদি বাসভূমি। একসময় এই প্রজাতি চীনে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কয়েক দশকের অক্লান্ত প্রচেষ্টায় এই প্রজাতিকে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে বন্য প্রকৃতিতেও এই হরিণ চীনে দেখা যায়। মিলু হরিণ চীনে প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষা ভোগ করছে।

শান্তা/রহমান