সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমোদন দেয় হাংগেরি
2024-03-06 13:42:07

মার্চ ৬: হাংগেরির প্রেসিডেন্ট সুলয়ক তামাস গতকাল (মঙ্গলবার) একটি বিল স্বাক্ষর করেছেন। দেশটি আনুষ্ঠানিকাভাবে সুইডেনকে ন্যাটো প্রটোকলে যোগ দেওয়ার অনুমোদন দিয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারির ভোট অনুষ্ঠানে ১৮৮টি পক্ষে ও বিপক্ষে ছয়টি ভোট পড়ে। এর মাধ্যমে সুইডেনকে ন্যাটো প্রটোকলে যোগ দেওয়ার বিলে অনুমোদন দেয় হাংগেরির পার্লামেন্ট।

সুইডেনকে ন্যাটো জোটে যোগদানে অনুমোদন দিল সর্বশেষ ন্যাটো-সদস্য হাঙ্গেরি। এবার ন্যাটোর ৩২তম সদস্য দেশ হবে সুইডেন।

(প্রেমা/তৌহিদ/ছাই)