২০২৪ সালে বৈদেশিক উন্মুক্তকরণ ও গভীর সংস্কারে দৃঢ়-প্রতিজ্ঞ চীন সরকার
2024-03-05 11:05:07

মার্চ ৫: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের দুই অধিবেশন যথাসময় অনুষ্ঠিত হয়েছে। এদিন উত্থাপিত চীনের সরকারি কার্যবিবরণীতে চলতি বছর দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনা প্রকাশিত হয়েছে। কার্যবিবরণীতে বলা হয়, গুণগতমানের উন্নয়ন সংস্কার-নির্ভর হতে হয়। ২০২৪ সালে বৈদেশিক উন্মুক্তকরণ ও গভীর সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞ চীন সরকার। কার্যকর বাজার ও কার্যকর সরকারি সহযোগিতায় সমাজ ও অর্থনীতির প্রাণশক্তি জাগ্রত করা হবে; যাতে গুণগতমানের উন্নয়নে আরো বেশি সাফল্য অর্জন করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)