ইতিবাচক আর্থিক নীতি চালু করে অর্থনীতির মান উন্নত করা জরুরি: চীনের সরকারি কার্যবিবরণী ২০২৪
2024-03-05 11:00:16

মার্চ ৫: আজ (মঙ্গলবার) চীনের জাতীয় গণ-কংগ্রেসে পর্যালোচনা করা চীনের সরকারি কার্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালে চীনে ইতিবাচক অর্থনীতি ও স্থিতিশীল মুদ্রানীতি চালু করা হবে; যাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে অর্থনীতির মান উন্নত করা যায়।

কার্যবিবরণীতে বলা হয়, শক্তিশালী দেশ গঠন এবং জাতীয় পুনরুত্থান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রকল্প নির্মাণের পুঁজি সংগ্রহে চলতি বছর থেকে টানা কয়েক বছর ধরে দীর্ঘমেয়াদি বিশেষ জাতীয় ঋণপত্র প্রদান কর হবে। তা ছাড়া, রেনমিনপি’র মুদ্রা বিনিময় হারের যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ স্থিতিশীলতা রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞান প্রযুক্তির অর্থ আর সবুজায়ন অর্থ উন্নয়নে চেষ্টা করা হবে, বিভিন্ন মাঝারি ও ক্ষুদ্রাকারের শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়ন চাহিদা মেটাতে যথাযথ সুবিধা দেওয়া হবে।

(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)