আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রীর মন্তব্য হাস্যকর : সিএমজি সম্পাদকীয়
2024-03-05 20:17:28

মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো সম্প্রতি চীন সম্পর্কে হাস্যকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাড়ি এখন চাকাযুক্ত আইফোনের মতো। কল্পনা করা যাক, লাখ লাখ চীনা গাড়ি মার্কিন সড়কে চলছে আর প্রতিদিন প্রতি মিনিটে মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ করে এবং তা বেইজিংয়ে পাঠিয়ে দেয়।

বিশ্বের একমাত্র সুপার দেশের বাণিজ্য বিষয়ক উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হিসেবে রাইমন্ডো  ইয়েল ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির মতো মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এখন তিনি উপন্যাস লেখার মতো এমন কথা বলছেন, তিনি কী আন্তর্জাতিক অর্থ-বাণিজ্য নিয়ে কিছুই জানেন না, বা না জানার ভান করেন?

তার কথা থেকে আমরা কী পাল্টা অনুমান করতে পারি যে আইফোন সবসময় গোপনীয় তথ্য যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে?

 আসলে চীনের গাড়ির উপর উচ্চ শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্রে এমন বেশি চীনা গাড়ি দেখা যায় না  এবং নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের গাড়ি যদি চীনা যন্ত্রাংশ ব্যবহার করে তাহলে এ গাড়ি শুল্কের সুবিধা আর উপভোগ করতে পারে না। এমনি চীনা গাড়ির উপর আরও উচ্চতর শুল্ক আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তাই রাইমন্ডো মিথ্যার কথা বলার এক মূল উদ্দেশ্য হতে পারে মার্কিন বাণিজ্য সংরক্ষণবাদের জন্য জনমত তৈরি করা।

অর্থনীতি বিশ্বায়নের এ যুগে নানা দেশের অর্থনীতি ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে। আইফোনও যুক্তরাষ্ট্র নিজে তৈরি করতে পারে না, আর যুক্তরাষ্ট্র নিজেও গাড়ি শিল্প উন্নয়ন করতে পারবে না। অন্যদের বিরুদ্ধে দমন করা নিজেকে শক্তিশালি করতে পারবে না।

(শিশির/হাশিম/লিলি)