যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের অয়েল ট্যাংকার জাহাজ
2024-03-05 18:14:59

মার্চ ০৫, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন ‘তালিয়ান শিপইয়ার্ড’  ১ লাখ ১৫ হাজার টন ক্রুড ওয়েল পরিবহনে সক্ষম একটি ট্যাংকার জাহাজ তৈরি করেছে। সম্প্রতি এ জাহাজটি হস্তান্তর করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েল পরিবহনে ব্যবহার করা হবে।

এই অয়েল ট্যাংকারটি প্রায় ৮ লাখ ব্যারেল ক্রুড অয়েল বহন করতে সক্ষম এবং ক্রুড অয়েল পরিবহনে বর্তমান বিশ্ব বাজারে বহুমুখী জাহাজগুলোর একটি।

ডালিয়ান শিপইয়ার্ডের প্রকল্প ম্যানেজার লি চিমিং বলেন, “১ লাখ ১৫ হাজার টন ক্রুড ওয়েল পরিবহনে সক্ষম এ ট্যাংকার জাহাজটি বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্বলিত অয়েল ট্যাংকারগুলোর মধ্যে একটি। এটি সর্বশেষ ডিনাইট্রিফিকেশন এবং ডিসালফারাইজেশন উপকরণে সজ্জিত এবং কার্বন নিঃসরণের ক্ষেত্রে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সর্বশেষ মানের শর্ত পূরণ করেছে। একই ধরনের অন্যান্য জাহাজগুলোর তুলনায় এই জাহাজটির পরিবহন, অর্থনৈতিক, শক্তি সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি। এছাড়া এটি পরিবেশবান্ধব এবং সুরক্ষার সমস্ত দিক অন্য জাহাজগুলোর চেয়ে ভাল হয়েছে। আমরা এ জাহাজ তৈরির ২৩টি অর্ডার পেয়েছি।”

নতুন এ জাহাজটি কার্বন নিঃসরণের ক্ষেত্রে সর্বশেষ আন্তর্জাতিক মানের শর্ত পূরণ করেছে। পাশাপাশি এই জাহাজটি চীনের জাহাজ নির্মাণ শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এদিকে তালিয়ান শিপইয়ার্ড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী একটি জাহাজ নির্মাণও শুরু করেছে, যার মোট কার্গো ধারণক্ষমতা ১ লাখ ৭৫ হাজার ঘনমিটার। নতুন জাহাজটি বিশ্বের বেশিরভাগ বড় এলএনজি স্টেশনে ডক করতে সক্ষম হবে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি