দেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে হবে: চীন সরকারের কার্যবিবরণী
2024-03-05 11:19:10

মার্চ ৫: ২০২৪ সালে চীন অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ভোগ ও বিনিয়োগ ভালোভাবে সমন্বয় করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তির ভূমিকা পালন জোরদার করবে। চীনের জাতীয় গণকংগ্রেসে আজ (মঙ্গলবার) জমা দেওয়া কার্যবিবরণীতে এসব কথা বলা হয়েছে।

কার্যবিবরণীতে বলা হয়, সরকারের উচিত আয় বাড়ানো, সরবরাহ সুবিন্যাস্ত ও নিষেধাজ্ঞার ব্যবস্থা কমানোসহ নানা ক্ষেত্রে নীতি প্রণয়ন করা। যাতে ভোগ-খাত চাঙ্গা করা যায়। তাছাড়া নতুন ধরণের ভোগ, ডিজিটাল ভোগ, দূষণমুক্ত ভোগ এবং স্বাস্থ্যকর ভোগ বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করা এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণ জোরদার করা; যাতে পণ্য ও পরিষেবার মান অব্যাহতভাবে উন্নত হয়। প্রযুক্তিগত উদ্ভাবন, নতুন ধরণের কাঠামো, কার্বন নির্গমন হ্রাস ও জ্বালানি সাশ্রয় এবং গণজীবিকা উন্নয়নসহ নানা আর্থ-সামাজিক দুর্বল খাতের উন্নতি জোরদার করতে হবে।

কার্যবিবরণীতে আরও বলা হয়, চলতি বছর কেন্দ্রীয় বাজেটে বিনিয়োগ অনুমোদন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে ৭০ হাজার কোটি ইউয়ান বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)