রেনআই রিফে ফিলিপাইনের জাহাজের অনুপ্রবেশ প্রসঙ্গে চীনের অবস্থান
2024-03-05 16:32:40

মার্চ ৫: চীনের কোস্টগার্ডের মুখপাত্র কান ইয়ু আজ (মঙ্গলবার) বলেছেন যে, এদিন ফিলিপাইন নিজের প্রতিশ্রুতি লঙ্ঘন করে  ইচ্ছাকৃতভাবে দুটি উপকূলরক্ষী জাহাজ এবং দুটি সরবরাহকারী জাহাজের মাধ্যমে চীনের নানশা দ্বীপপুঞ্জের রেনআই রিফ সংলগ্ন জলসীমায় অবৈধভাবে অবস্থানরত যুদ্ধজাহাজের জন্য সরবরাহ পরিবহন করেছে। চীনের কোস্টগার্ড আইন অনুযায়ী এ সব জাহাজের মোকাবেলা করেছে এবং চীনের আচরণ বৈধ ও যুক্তিযুক্ত বলে মুখপাত্র উল্লেখ করেন।

মুখপাত্র বলেন, ফিলিপাইন, চীনের বারবার হুঁশিয়ারি উপেক্ষা করে ‘সমুদ্রে সংঘর্ষ প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক প্রবিধান’ লঙ্ঘন করেছে এবং অপেশাদার ও বিপজ্জনক উপায়ে ইচ্ছাকৃতভাবে চীনের জাহাজকে ধাক্কা দিয়েছে। এ ঘটনার জন্য ফিলিপাইনকে পুরোপুরি দায় নিতে হতে হবে বলে মুখপাত্র উল্লেখ করেন। চীনের কোস্ট গার্ড যে কোনো সময় যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণের জবাব দেবে এবং দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র স্বার্থ রক্ষা করবে বলে মুখপাত্র দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

লিলি/হাশিম/শিশির।