আরও ইতিবাচক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক চান মার্কিন ব্যবসায়ীরা
2024-03-05 17:22:41

মার্চ ০৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে গভীর ও সক্রিয় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার জন্য উন্মুখ হয়ে আছেন মার্কিন উদ্যোক্তারা। এক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব পড়ুক, তা তারা চান না। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন যুক্তরাষ্ট্রের আর্থিক সংস্থা ও স্থানীয় বাণিজ্য সহযোগিতা কেন্দ্রগুলোর শীর্ষ কর্তাব্যক্তিরা।

তারা বলেন, দুই দেশের মধ্যে কার্যকর সহযোগিতার যে প্রত্যাশা মার্কিন ব্যবসায়ীরা পোষণ করছেন, তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনীতি।

সংশ্লিষ্টরা সিজিটিএন‘কে বলেছেন, বাস্তবসম্মত বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দুই দেশের বাজারই পারস্পরিক সাফল্য দেখতে চায়। তারা মনে করেন, ভূ-রাজনৈতিক অভিপ্রায়ের ওপর ভিত্তি করে যে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তা দুই পক্ষের জন্য আঘাত ছাড়া ভালো কিছু বয়ে আনবে না।

যুক্তরাষ্ট্রের ফ্রিডম ক্যাপিটাল মার্কেটসের প্রধান বৈশ্বিক কৌশলবিদ জে উডস জানান, মার্কিন বিনিয়োগকারীরা চীনের সঙ্গে যতটা সম্ভব অবাধ বাণিজ্য চায়। এই দুটি বাজার বন্ধুত্বপূর্ণ হলেও দুর্ভাগ্যবশত, দুই দেশের মধ্যে অনেক বেশি রাজনৈতিক বাগবিতণ্ডা রয়েছে যা ব্যবসায়ীদের সুযোগ কেড়ে নিচ্ছে বলেও মনে করেন তিনি। 

এ ছাড়া, চায়নাটাউন পার্টনারশিপ লোকাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের নির্বাহী পরিচালক ওয়েলিংটন চেন বলেন, ব্যবসায়ীরা বাস্তবধর্মী চিন্তা করেন এবং অর্থনৈতিক জীবনকে উন্নত করার মাধ্যমে তারা মূলত তাদের পারিবারিক জীবন, সন্তানের ভবিষ্যতসহ সমস্ত কিছুরই উন্নতি করছেন। তাই, এক পক্ষে খারাপ কিছু ঘটলে সেটার প্রভাব অন্যদিকেও পড়বে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি