পাখিরা ফিরছে
2024-03-05 17:17:15

মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে বসন্তকাল এখন দাপটে রাজত্ব করছে। উত্তর চীনের তাপমাত্রা বাড়ছে। পরিযায়ী পাখিরা দক্ষিণ থেকে এখন আবার ফিরছে উত্তরে। উত্তর পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে হোয়াং হো বা হলুদ নদীর তীরে ফিরছে পরিযায়ী পাখির ঝাঁক।

এখন বরফ গলে যাচ্ছে। নদীর তীরবর্তির জলাভূমি আর চরাঞ্চলে ঝাঁক বেঁধে বিচরণ করছে জলজ পাখিরা। এরা দক্ষিণ থেকে ফিরে এসেছে তাদের উত্তরের আবাসে। সেই সঙ্গে বসন্তের মনোমুগ্ধকর দৃশ্যে যোগ হয়েছে নতুন সৌন্দর্য।

শান্তা/ ফয়সল