চতুর্দশ এনপিসি’র বার্ষিক অধিবেশন শুরু
2024-03-05 11:18:32

মার্চ ৫: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি’র বার্ষিক অধিবেশন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-সহ পার্টি ও দেশের নেতৃবৃন্দ এবং ২৯০০ প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।

চীনের সরকারি কার্যবিবরণী পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়েছে। চলতি বছর হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এটি চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের নির্ণায়ক বছর। এ বছর চীন সরকার অব্যাহতভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বেগবান করবে, যা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

অধিবেশনের আলোচ্যসূচি অনুযায়ী, দেশ ও গণজীবিকা সম্পর্কিত প্রতিবেদন ও দেশের জাতীয় খাতগুলো পর্যালোচনা করা হবে। রাষ্ট্রীয় পরিষদের সংগঠন আইনের খসড়াও পর্যালোচনার জন্য জমা দিয়েছে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)