২০২৪ সালে চীন প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপনাগত উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে: সরকারি কার্যবিবরণী
2024-03-05 19:08:35

মার্চ ৫: ২০২৪ সালে চীন অব্যাহতভাবে উচ্চমানের আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়মের সঙ্গে সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপনাগত উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে। চীনা সরকারের আজ (মঙ্গলবার) প্রকাশিত কার্যবিবরণীতে এ কথা বলা হয়েছে।

কার্যবিবরণীতে বলা হয়, চীন সক্রিয়ভাবে উচ্চমানের পণ্য আমদানি প্রসারিত করবে, আন্তর্দেশীয় বাণিজ্যের জন্য নেতিবাচক তালিকা সার্বিকভাবে কার্যকর করবে, আন্তর্জাতিক কারিগরি নির্মাণ বেগবান করবে, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক তালিকা হ্রাস করবে, বিদেশিদের চীনে কাজ, অধ্যয়ন ও ভ্রমণের জন্য আরও বেশি সুবিধা দেবে।

কার্যবিবরণীতে আরও বলা হয়, অবাধবাণিজ্য পরীক্ষা এলাকা ও হাইনান অবাধ বাণিজ্য বন্দরকে আরও স্বায়ত্তশাসন দেওয়া হবে, আরও বেশি দেশের সঙ্গে উচ্চমানের অবাধবাণিজ্য চুক্তি ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করবে চীন।

(তুহিনা/হাশিম/শিশির)