বিধ্বস্ত মঙ্গোলিয়াকে জরুরি ত্রাণ ও অর্থ সহায়তা দিল চীন
2024-03-05 18:15:59

মার্চ ০৫, সিএমজি বাংলা ডেস্ক: দুর্যোগে বিপর্যস্ত মঙ্গোলিয়াকে নগদ ২ লাখ মার্কিন ডলার এবং ১ লাখ ৭২ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের ত্রাণ সহায়তা দিয়েছে চীন।

মঙ্গোলিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শেন মিনচুয়ান চীন সরকারের পক্ষে মঙ্গোলিয়ার উলানবাতরের সরকারি প্রাসাদে প্রধানমন্ত্রীর লুভসান্নামসরাই ওয়ুন-এরডেনের কাছে  অনুদানের অর্থ ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

সম্প্রতি গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ শীতকালীন আবহাওয়ার মুখোমুখি হয়েছে মঙ্গোলিয়া। দেশটির প্রায় ৮০ শতাংশের বেশি এলাকা ভারি তুষারে ঢেকে গেছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে এই শীতে তুষারঝড়ের কারণে এখনও পর্যন্ত  কমপক্ষে ৬ লাখ ৬০ হাজার গবাদিপশু মারা গেছে।

এই সহায়তা তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে সাহায্য করবে। এছাড়া চীনা সরকার মঙ্গোলিয়ার সরকার এবং জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি