ফিলিপাইন সামুদ্রিক অঞ্চল আইন নিয়ে চীনের অবস্থান ব্যাখা
2024-03-05 20:25:19

মাচ ৫:  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) নিয়মিত সংবাদ সম্মলনে ফিলিপাইন সামুদ্রিক অঞ্চল আইন নিয়ে চীনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন নান শা  দ্বীপপঞ্জ ও তার পাশে সমুদ্র, হুয়াং ইয়ান দ্বীপসহ চুং শা দ্বীপপঞ্জ ও তার পাশে সমুদ্রের সার্বভৌমত্ব চীনের। এতে চীনের প্রশাসনের অধিকার আছে।

দ্বিতীয়ত, হুয়াং ইয়ান দ্বীপ আর নান শা দ্বীপপঞ্জ কখনও ফিলিপাইনের ভূভখণ্ডে আওতায় আসেনি। চীনের সরকারের অনুমোদন না পেলে একতরফাভাবে আন্তর্জাতিক সালিশি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কথিত ফিলিপাইন সামুদ্রিক অঞ্চল আইন জাতিসংঘের হালনাগাদ সমুদ্রের আইন সম্পর্কিত কনভেনশনের লঙ্ঘন এবং এটি দক্ষিণ চীন সাগরের অবস্থা জটিল করবে।

মুখপাত্র বলেন, চীনের ভূখণ্ড  ও সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার সম্মান করতে এবং যত দ্রুতসম্ভব আলোচনার মাধ্যমে মতভেদ সমাধানের সঠিক পথে ফিরে আসতে ফিলিপাইনকে তাগিদ দেয় বেইজিং।

(শিশির/হাশিম/লিলি)