যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার
2024-03-05 20:05:40

মার্চ ৫: ‘ফ্রিডম শিল্ড’ নামে সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় আকারের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি মনে করেন এটি উপদ্বীপে উত্তেজনা আরও গুরুতর পর্যায়ে নিয়ে যাবে।

একই দিন মন্তব্যে মুখপাত্র বলেন, এবারের সামরিক মহড়ায় অন্তর্ভুক্ত হয়েছে ফিল্ড ম্যানুভার প্রশিক্ষণ পরিকল্পনা, যা গত বছরের তুলনায় দ্বিগুণ ছিল। তথাকথিত ‘জাতিসংঘ কমান্ড’-এর নামে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রসহ দশটিরও বেশি দেশ একক একটি দেশের বিরুদ্ধে বড় আকারের এ সামরিক মহড়া চালায়, একে ‘প্রতিরক্ষামূলক’ বলা যায় না। উত্তর কোরিয়া এবারের সামরিক মহড়ার তীব্র নিন্দা করেছে, এবং অবিলম্বে উসকানি ও পরিস্থিতি অস্থিতিশীল করার কার্যক্রম বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে।

(তুহিনা/হাশিম/শিশির)