গাজার ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের হামলা
2024-03-04 15:30:42

মার্চ ৪: ফিলিস্তিনি গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগ গতকাল (রোববার) এক বিবৃতিতে জানায়, উত্তর গাজা অঞ্চলে একটি ত্রাণ সংগ্রহ কেন্দ্রের ওপর সেদিন ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছিল। এতে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে।

 গাজা অঞ্চলের সূত্রগুলো জানায়, হামলার সময় বিপুল সংখ্যক ফিলিস্তিনি ময়দা নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিল। মৃত ও আহতদের গাজা শহরের শিফা হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 গাজা অঞ্চলের স্বাস্থ্য বিভাগ গতকাল (রোববার) প্রকাশিত তথ্যে জানায়, গত ২৪ ঘন্টায় গাজা অঞ্চলে ইসরায়েলি সামরিক হামলার ফলে ৯০জন নিহত এবং ১৭৭জন আহত হয়েছে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)