ভবিষ্যত শিল্পে আলো দেখাচ্ছে শাংহাই
2024-03-04 18:34:00

মার্চ ০৪, সিএমজি বাংলা ডেস্ক: ভবিষ্যতের শিল্প-কারখানার ভিত গড়ে দিচ্ছে চীনের শাংহাই। সম্প্রতি এ নগরীকে ঘিরে নেওয়া বেশ কিছু প্রকল্পের অগ্রগতির সূত্রে জানা গেছে এ খবর।

শাংহাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চলভুক্ত লিনকাংয়ে তৈরি হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন তৈরির যন্ত্র টোকামাক। যাকে বলা হচ্ছে কৃত্রিম সূর্য। বিশ্বের প্রথম উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিং যন্ত্রটি তৈরিতে জোরেসোরে এগিয়ে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান এনার্জি সিঙ্গুলারিটি। গত শুক্রবার অতিকায় এ যন্ত্রের প্রাথমিক স্থাপন কাজ সম্পন্ন করেছে।

এ যন্ত্রে নিয়ন্ত্রণ করা যাবে পারমাণবিক ফিউশন, তৈরি হবে বিশুদ্ধ জ্বালানি।

এ ছাড়া বিশ্বব্যাপী উদ্ভাবনের সূতিকাগার হিসেবে শাংহাইকে প্রতিষ্ঠিত করতে স্বাস্থ্য, স্মার্ট ডিভাইস, জ্বালানি, মহাকাশ গবেষণাসহ বেশকিছু কৌশলগত খাতে ফোকাস করছে নগর প্রশাসন।

ভবিষ্যতের শিল্প বিকাশে নগরীর প্রতিভাবানদের কাজে লাগানোর পরিকল্পনাও হাতে নিয়েছে শাংহাই। ২০৩০ সালের মধ্যে ভবিষ্যতের শিল্পগুলো হতে প্রায় ৫০০ বিলিয়ন ইউয়ান মূল্যমানের উৎপাদন আশা করছে শহরটির।

আর তাই চলতি বছর একটি অত্যাধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তুলতে শাংহাইয়ের নতুন শিল্পায়নের জোর প্রচার চালানো হবে বলে জানালেন শহরের মিউনিসিপ্যাল কমিশন অফ ইকোনমি অ্যান্ড ইনফরম্যাটাইজেশনের উপ পরিচালক চাং হংথাও।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।