‘এক মিলিয়ন ব্যারেল উত্পাদন হ্রাস ব্যবস্থা’ জুন পর্যন্ত বাড়াবে সৌদি আরব
2024-03-04 11:29:48

মার্চ ৪: সৌদি আরব ২০২৩ সালের জুলাই থেকে কার্যকর হওয়া ‘স্বেচ্ছায় দৈনিক গড়ে এক মিলিয়ন ব্যারেল উত্পাদন হ্রাস ব্যবস্থা’ চলতি বছরের জুন পর্যন্ত বাড়াবে। সৌদি আরবের বার্তাসংস্থা দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে।

জানা গেছে, ব্যবস্থাটি গ্রহণের পর সৌদি আরব দিনে তেল উত্পাদনের পরিমাণ প্রায় ৯ মিলিয়ন ব্যারেলে উন্নীত করে। পরবর্তীতে বাজার অনুযায়ী অতিরিক্ত হ্রাস ব্যবস্থা সমন্বয় করা হবে।

এ ছাড়া এপেক সদস্যদেশ এবং নন-ওপেক তেল উৎপাদনকারীদের নিয়ে গঠিত ‘এপেক+দেশগুলো’ আন্তর্জাতিক তেল বাজারের স্থিতিশীলতা ও ভারসাম্যে সমর্থন দিতে উত্পাদন হ্রাস ব্যবস্থাটি নিয়েছে।

(প্রেমা/তৌহিদ/ছাই)