চীনে রিসাইকেল হয়েছে ৪৫ লাখ টন গৃহস্থালী যন্ত্র
2024-03-04 18:34:43

মার্চ ০৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে গত বছর ৪৫ লাখ টন গৃহস্থালী যন্ত্রপাতি রিসাইকেল করা হয়েছে। সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের তথ্যমতে, ওই সব পণ্য রিসাইকেল করে পাওয়া যেখানে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ, রূপা, তামা, টিন, প্লাস্টিকসহ আরও অনেক মূল্যবান ধাতু।

তথ্য বলছে, এক টন ব্যবহৃত গৃহস্থালী যন্ত্রপাতি রিসাইকেল করা হলে তাতে চার দশমিক সাত টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমবে। এখন পর্যন্ত চীনে ব্যবহৃত গৃহস্থালী যন্ত্রপাতির ২০ শতাংশ রিসাইকেল করা হচ্ছে।

-রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি