তুর্কমেনিস্তানে কম্পিউটার উৎপাদন বৃদ্ধি করছে চীনা উদ্যোগ
2024-03-04 18:26:48

মার্চ ০৪, সিএমজি বাংলা ডেস্ক: তুর্কমেনিস্তানে কম্পিউটার উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন-তুর্কমেন যৌথ উদ্যোগ।

২০১৮ সালে তুর্কমেনিস্তানের বাণিজ্য ও পররাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রণালয়ের কম্পিউটার প্রযুক্তি কেন্দ্র এবং কয়েকটি চীনা কম্পানির সহযোগিতায় এই যৌথ উদ্যোগটি চালু করা হয়।

তিমুর সালমিন নামে এক প্রকৌশলী বলেন, “আমরা অন্যান্য সরঞ্জাম বাদেই বছরে ১ লাখ ৮০ হাজার কম্পিউটার উৎপাদন করছি। গত বছরের তুলনায় এই সংখ্যা দেড় গুণ বৃদ্ধি পেয়েছে।”

কম্পানির কর্মীদের গড় বয়স ২৫ বছর এবং তাদের অনেকেই চীনা সহকর্মীদের কাছ থেকে ভিডিও যোগাযোগের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

আজাত গুরবানভ এমনই একজন কর্মী। তিনি কম্পিউটার এবং অফিস সরঞ্জাম মেরামতের কাজ করেন। তিনি বলেন, “আমাদের চীনা সহকর্মীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি, যা আমাকে উচ্চ-প্রযুক্তি সরঞ্জাম উৎপাদনে উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করতে সক্ষম করেছে। আমি খুশি এখন আর কম্পিউটার মেরামত করিনা, বরং সেগুলো তৈরি করছি।”

কোম্পানির প্রধান গ্রাহকরা হলো তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান।

কোম্পানিটি সরকারি সংস্থার কম্পিউটার, লিফট, বিদ্যুৎ নেটওয়ার্ক এবং যানচলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ নতুন স্মার্ট সিটি গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।



শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি