শুল্কমুক্ত নীতির ফলে বেড়েছে আমদানি
2024-03-04 18:28:53

মার্চ ০৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরে পণ্য আমদানি বেড়েছে চীনের হাইনান প্রদেশে। পণ্য আমদানির ক্ষেত্রে প্রদেশটিতে ‘শুল্ক মুক্ত’ সুবিধা থাকায় আমদানি বেড়েছে। সম্প্রতি হাইখৌ কাস্টমস প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই  ২০ দশমিক ২ বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য আমদানি হয়েছে। আমদানি করা এসব পণ্যের মধ্যে রয়েছে প্রসাধনী, ইলেকট্রনিক্স, গাড়ি এবং পোশাক।

২০২০ সালে হাইনানে মুক্ত বাণিজ্য বন্দর চালু করা হয় এবং এটি চীনের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। শুল্কমুক্ত সুবিধার ফলে এ বন্দর দিয়ে আমদানি বেড়েছে কয়েকগুণ।

 এই নীতির আওতায় নির্দিষ্ট পরিমাণের পণ্য আমদানির জন্য কোনও শুল্ক প্রযোজ্য নয়। এর ফলে হাইনানে পণ্যের দাম কমেছে এবং এই অঞ্চলটিকে কেনাকাটার জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, একটি আইফোন হাইনানে মূল ভূখণ্ডের চেয়ে প্রায় ২০ শতাংশ কম দামে বিক্রি হয়।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি