নদীতে চার দেশের যৌথ টহল অনুষ্ঠিত
2024-03-04 18:35:57


মার্চ ০৪, সিএমজি বাংলা ডেস্ক: মেকং নদীতে চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ১৩৮তম যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। এ সময় চার দিনে ছয়শ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে টহল দিয়েছে সংস্থাগুলো।

যৌথ টহল শেষে বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের সিশুয়াংবান্না তাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের কুয়ানলেই বন্দরে ফিরেছে চীনা টহল জাহাজগুলো।

যৌথ এ টহলের উদ্দেশ্য হলো নদীতে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা, অবৈধ মাদক চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ দমন করা। এতে চারটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচটি টহল জাহাজ এবং ১০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা নির্ধারিত কাজ সম্পন্ন করেন। এরপর তারা নিজ নিজ দেশে ফিরে যান।

সোমবার শুরু হওয়া এ টহলে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী দলগুলো নদীর বিভিন্ন অংশে এবং পুরো মেকং নদীজুড়ে যৌথ টহল পরিচালনা করেছে। তারা  একযোগে নদীতীরের কাছে জমিতেও যৌথ অভিযান চালিয়েছে। এই অভিযানটি এ অঞ্চলে অপরাধের ক্ষেত্রে কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করবে। টহলের সময় পুলিশ কর্মকর্তারা নৌকা পরিদর্শন, যৌথ অনুসন্ধান এবং উদ্ধার অনুশীলন এবং তীরবর্তী এলাকায় জনসাধারণের সঙ্গে মিথস্ক্রিয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।

মেকং নদী চীন, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। এই যৌথ টহলগুলো এই অঞ্চলে নৌ নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চারটি দেশ ২০১১ সালের ডিসেম্বরে যৌথ নদী টহল শুরু করে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি